খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মাইনী নদীতে স্রোতে ভেসে গিয়ে আট বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। তার নাম মো. আরিয়ান। সে উপজেলার কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর এলাকার মো. জাকির হোসেনের ছেলে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কবাখালী বাজার–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর পানিতে উজান থেকে ভেসে আসা লাকড়ি সংগ্রহের চেষ্টা করছিল আরিয়ান। এ সময় প্রবল স্রোতে সে ভেসে যায়। নদীতে তার খোঁজে ফায়ার সার্ভিসের তল্লাশি অভিযান চলছে। স্থানীয় কিছু বাসিন্দা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও ওই শিশুকে উদ্ধারের জন্য কাজ করছে।
নদীতে শিশু নিখোঁজ হওয়ার বিষয়টি দীঘিনালা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত কুমার সাহা প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাকড়ি সংগ্রহ করতে গিয়ে ওই শিশু নদীর স্রোতে ভেসে গেছে। তাকে উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।