
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ‘মানুষ সংস্কারের চেয়ে সংসার বেশি বোঝে। বেশি সংস্কার সংস্কার করে দ্রব্যমূল্যের দাম বাড়াবেন না। দ্রুত নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা বুঝিয়ে দিন।’
আজ রোববার বিকেলে ফেনী শহরের মিজান ময়দানে বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সালাহ উদ্দিন আহমদ এ কথা বলেন। জেলা বিএনপির আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার।
প্রধান অতিথি সালাহ উদ্দিন আহমদ অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেন, ইউনূস সরকারের মধ্যে হাসিনার দোসররা রয়েছে। তাঁদের বাদ দিতে হবে। স্থানীয় সরকার নির্বাচনের এখতিয়ার আপনাদের নেই। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন মেনে নেওয়া হবে না। ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।
সালাহ উদ্দিন আহমদ শেখ হাসিনার বিচার দাবি করে বলেন, স্বাধীনতা–পরবর্তী সময়ে শেখ হাসিনা কয়েকবার পালিয়েছেন। হাজার মাইল দূরে বসে আওয়ামী লীগ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে। আওয়ামী লীগের ইতিহাস হত্যার ইতিহাস, বাকশালের ইতিহাস, পালানোর ইতিহাস। জনগণের দাবি, আওয়ামী লীগের বিচার করতে হবে। রাজনীতি করতে পারবে কি না, নির্বাচন করতে পারবে কি না, সেটি সময় বলে দেবে। আগে তাদের বিচার নিশ্চিত করতে হবে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী ও আনোয়ার হোসেন পাটোয়ারীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবদীন ভিপি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, প্রশিক্ষণ বিষয়ক সহসম্পাদক রেহানা আক্তার, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহানা আক্তার প্রমুখ।