চট্টগ্রামে ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর নাম ওমর ফারুক (৩২)। গতকাল রোববার রাতে নগরের বন্দর থানা–পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ভুক্তভোগী ছাত্রের বয়স ১৩ বছর। সে একটি মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। ওই মাদ্রাসাতেই শিক্ষক হিসেবে রয়েছেন ওমর ফারুক। একাধিকবার ওই ছাত্রকে ধর্ষণ করার অভিযোগ রয়েছে ওমর ফারুকের বিরুদ্ধে। সবশেষ ২৪ জুলাই ওই ছাত্র ধর্ষণ করা হয়েছে উল্লেখ করে তার বাবা গতকাল থানায় মামলা করেছেন।
মামলাটির তদন্ত করছেন বন্দর থানার উপপরিদর্শক ফরিদ আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, মামলার পর অভিযান চালিয়ে ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। ওই কিশোরের ডাক্তারি পরীক্ষা করা হবে। এ ছাড়া জবানবন্দিও নেওয়া হবে।