পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা আট দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকছে পঞ্চগড়ের চতুর্দেশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) বাংলাবান্ধা স্থলবন্দরে। আগামীকাল শনিবার থেকে ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত মোট আট দিন বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে এ সময় বন্দরের অভিবাসনচৌকি দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।
বাংলাবান্ধা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক আবদুল মালেক খান স্বাক্ষরিত সিএন্ডএফ কার্যোক্রম বন্ধ রাখাসংক্রান্ত একটি চিঠি ইতিমধ্যে বাংলাবান্ধা শুল্কস্টেশন ও স্থলবন্দর লিমিটেড কর্তৃপক্ষকে দিয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ এবং লোড আনলোডের দুটি শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা সাপেক্ষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শনিবার (২৯ মার্চ) থেকে আগামী ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত মোট আট দিন বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী ৬ এপ্রিল (রোববার) সকালে যথারীতি বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ ফিরোজ কবীর বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এ সময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মানুষ পারাপার স্বাভাবিক থাকবে।