নাটোরের লালপুর উপজেলার রঘুনাথপুর গ্রামে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইসহাক আলীসহ ১৮ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে লালপুর থানায় মামলাটি করেন আড়বাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলা উদ্দিন।
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে গত শনিবার (৪ জানুয়ারি) রাতে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হন। এ সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুর চালানো হয়।
মামলায় বাদী অভিযোগ করেন, আসামি জয় ইসলাম গত শনিবার বিকেলে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজের ফেসবুক পেজে পোস্ট দেন। একই সঙ্গে তিনি অন্য আসামিদের সঙ্গে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে রঘুনাথপুর বাজারে বিশৃঙ্খলা শুরু করেন। তখন ছাত্রদলের কর্মী সাগর আলী সেখানে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাঁরা সাগর আলীকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করেন। পরে বাদীসহ বিএনপির লোকজন সেখানে গিয়ে সাগরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এদিকে মামলার আসামি আবদুল মান্নান (মিলিটারি মান্নান) প্রথম আলোকে জানিয়েছেন, তাঁরাই মারপিটের শিকার হয়েছেন। কিন্তু হামলা–মামলার ভয়ে তাঁরা মামলা করতে পারছেন না।
এ মামলার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান।