অস্ত্রসহ টিকটক ভিডিও ফেসবুকে দিয়ে সংগঠন থেকে অব্যাহতি পেলেন ছাত্রলীগ নেতা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি বিল্লাল মৃধাকে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছে জেলা ছাত্রলীগ
ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় দেশি অস্ত্র নিয়ে করা একটি টিকটক ভিডিও ফেসবুকে পোস্ট করায় ছাত্রলীগের এক নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল রোববার সকালে ভিডিওটি ফেসবুকে পোস্ট করেন বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি বিল্লাল মৃধা (২৫)। এরপর ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে রাতেই তাঁকে অব্যাহতি দেওয়া হয়। বিল্লালের বাড়ি বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রাম মহল্লায়।

এর আগে গত ২৭ মার্চ কোমরে পিস্তল গুঁজে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করায় বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুভ্রদেব ওরফে সুদেব বিশ্বাসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ। সে মামলায় গ্রেপ্তার হয়ে সুভ্রদেব বর্তমানে কারাগারে। গতকাল রাতে তাঁকেও সংগঠন থেকে অব্যাহতি দিয়েছে জেলা ছাত্রলীগ।

উপজেলা ছাত্রলীগ সূত্রে জানা যায়, গতকাল সকাল আটটার দিকে নিজের ফেসবুক আইডিতে ওই ভিডিওটি পোস্ট করেন বিল্লাল মৃধা। এ ঘটনায় বিতর্ক সৃষ্টি হলে প্রায় চার ঘণ্টা পর পোস্টটি মুছে দেন তিনি। ততক্ষণে এটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি কালো রঙের টি–শার্ট ও লুঙ্গি পরে এক তরুণ একটি বিছানায় বসে আছেন। রামদাসহ বেশ কয়েকটি দেশি অস্ত্র একটি সাদা বস্তায় ভরছেন তিনি। ভিডিওতে ওই তরুণকে কয়েকটি বাক্যের সঙ্গে মুখ মেলাতে দেখা যায়। সেখানে বলা হয়, ‘আরে দুই একটা গ্যাঞ্জাম কইরা ভাবোস তুই এলাকার সেরা, আমগো ইতিহাসটা গাইট্টা দেহিস। আমগো জীবনডাই গ্যাঞ্জাম দিয়া ভরা।’

ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর, গতকাল রাতে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী ও মো. ফাহিম আহমেদ। সেখানে এই দুজনকে অব্যাহতির কথা জানানো হয়।

এ বিষয়ে বিল্লাল মৃধা বলেন, ‘টিকটক ভিডিওটি আমার ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়েছে ঠিকই, কিন্তু এটা আমি পোস্ট করিনি। কয়েক মাস আগে আমার মুঠোফোনটি চুরি হয়ে যায়। এরপর গতকাল সকালে কারা আমার আইডিতে টিকটক ভিডিও পোস্ট করেছে জানি না। পরে জানতে পেরে ডিলিট করে দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘টিকটক ভিডিওতে যাঁর ছবি-ভিডিও দেখা যাচ্ছে, ওটা আমার ছবি নয়। আমার ছবির সঙ্গে মিলিয়ে দেখেন, ওটা আমি নই। কার ভিডিও তা–ও বলতে পারব না।’

বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোরতুজা আলী বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। কোনো দায়িত্বশীল ব্যক্তির কাছে এমনটি কাম্য নয়। তবে এটি তাঁর ব্যক্তিগত বিষয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুল ওহাব বলেন, ছাত্রলীগ নেতা বিল্লাল দেশীয় অস্ত্রসহ একটি টিকটিক ভিডিও ফেসবুকে আপলোড করেন। তবে ভিডিওটি তাঁর নিজের নয়, এ ব্যাপারে পুলিশ নিশ্চিত। ওসি আরও বলেন, তিনি কার ভিডিও এবং কেন এসব ভিডিও আপলোড করলেন, এ বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য খোঁজা হচ্ছে। তবে ঘটনার পর থেকে তিনি পলাতক।