
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেলা থেকে ফেরার পথে তিন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় গ্রামবাসীর গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের দলদী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবক ছিনতাইকারী বলে পুলিশের দাবি। নিহতের নাম মোহাম্মদ আসাদুল্লাহ (৩৮)। তিনি উপজেলার হাইজাদী ইউনিয়নের সেনদী মাধবদী এলাকার জজ মিয়ার ছেলে।
হামলার শিকার ব্যবসায়ীরা হলেন উচিৎপুরা ইউনিয়নের গুরুবদী এলাকার মো. রাকিব, আজিজুল ইসলাম ও মো. আরিফুল ইসলাম। তাঁরা বিভিন্ন মেলায় ঘুরে বেলুন বিক্রি করেন।
পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, রাতে ওই তিন ব্যবসায়ী সোনারগাঁয়ের একটি মেলা থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তাঁরা দলদী এলাকায় এলে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া একদল যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের গতি রোধ করেন। পরে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁদের টাকা, মুঠোফোন ছিনিয়ে নিতে চান। ব্যবসায়ীরা সেগুলো দিতে অস্বীকৃতি জানালে তাঁদের কুপিয়ে জখম করা হয়। এ সময় তাঁদের চিৎকারে আশপাশের গ্রামের লোকজন লাঠিসোঁটা নিয়ে এসে হামলাকারীদের ধাওয়া দেন। তখন অন্য অস্ত্রধারীরা পালিয়ে গেলেও আসাদ নামের একজনকে আটক করেন গ্রামবাসী। পরে গ্রামবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, হামলাকারীদের ছিনতাইকারী বলে চিহ্নিত করা গেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। আহত তিনজনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে।