Thank you for trying Sticky AMP!!

উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র

কয়লাভিত্তিক বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র

যান্ত্রিক ত্রুটির কারণে চার দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কেন্দ্রের ১ নম্বর ইউনিট থেকে উৎপাদন শুরু হয়। উৎপাদন শুরুর পর ৪৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে।

বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মাদ আনারুল আজিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ৫ নভেম্বর সকাল সোয়া ছয়টায় যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।

আনোয়ার উল আজীম বলেন, আজ বিকেল থেকে আবার উৎপাদন শুরু হয়েছে রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রে। সন্ধ্যা থেকে উৎপাদিত ৪৮০ মেগাওয়াট যুক্ত হয়েছে জাতীয় গ্রিডে। দ্রুত সময়ের মধ্যে দুটি ইউনিটের উৎপাদন স্বাভাবিক হবে বলে জানান তিনি।