
যশোরে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে নুর হোসেন (১৯) নামে এক তরুণকে ছুরি মেরে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল শনিবার রাতে শহরের শংকরপুর আকবরের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুর হোসেন ওই এলাকার নজরুল মোল্লার ছেলে ও শহরের আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের শিক্ষার্থী। তিনি শংকরপুর এলাকার বারেক সড়ক ফুটবল একাডেমির খেলোয়াড় ছিলেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গত শুক্রবার শংকরপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ব্রাদার্স ক্লাব ও বারেক সড়ক ফুটবল একাডেমির মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ওই খেলায় একটি গোল নিয়ে দুই দলের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা মীমাংসার চেষ্টা করেন। তবে দুই পক্ষের মধ্যে ক্ষোভ রয়ে গিয়েছিল।
এর জেরে গতকাল রাত ১০টার দিকে শংকরপুর চোপদারপাড়া এলাকার কয়েকজন নুর হোসেনকে ধাওয়া দিয়ে ছুরি মেরে জখম করেন। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনা নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
হামলার ঘটনায় গতকাল রাতেই নিহত নুর হোসেনের মা আম্বিয়া খাতুন যশোর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ করেন। সেখানে হামলার সঙ্গে জড়িত আটজনের নাম–পরিচয় উল্লেখ করা হয়েছে।
আজ রোববার সকালে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, ফুটবল খেলা নিয়ে দুই দলের মধ্যে বিরোধ হয়েছিল। এর জেরে নুর হোসেনকে ধাওয়া দিয়ে কয়েকজন ছুরি মেরে হত্যা করেছেন। রাতে নিহত নুর হোসেনের মা যে অভিযোগ দিয়েছেন, এর ভিত্তিতে মামলা নথিভুক্ত করার প্রস্তুতি চলছে।
ওসি আরও বলেন, লাশটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।