ঢাকার নবাবগঞ্জে চিকিৎসক রফিকুলের বাড়িতে ডাকাতির পরের চিত্র। আজ সকালে উপজেলার বলমন্তরচর এলাকায়
ঢাকার নবাবগঞ্জে চিকিৎসক রফিকুলের বাড়িতে ডাকাতির পরের চিত্র। আজ সকালে উপজেলার বলমন্তরচর এলাকায়

দোহারের পর একই কায়দায় নবাবগঞ্জে বাড়িতে ঢুকে ডাকাতি

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এবার এক চিকিৎসকের বাড়িতে ভবনের গ্রিল কেটে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোরে বাহ্রা ইউনিয়নের বলমন্তরচর এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবারের দাবি, ডাকাত দল বাড়ি থেকে টাকা ও স্বর্ণালংকার লুট করেছে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, আজ দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ৮ থেকে ১০ জনের ডাকাত দল ওই বাড়িতে হানা দেয়। তারা পাকা ভবনটির গ্রিল কেটে একটি কক্ষের ভেতরে প্রবেশ করে। তারা ধারালো অস্ত্রের মুখে বাড়ির মালিক চিকিৎসক রফিকুল ইসলাম, তাঁর স্ত্রী, ছেলে ও শাশুড়িকে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এ সময় আলমারি ভেঙে ৫০ হাজার টাকা, ৬৫০ পাউন্ড ও ১১ ভরি স্বর্ণ লুট করা হয়। তবে মুখোশ পরার কারণে ডাকাতদের কাউকে চেনা যায়নি। খবর পেয়ে আজ ভোরে নবাবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে বলে জানিয়েছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম। তিনি বলেন, খবর পেয়েই পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের আটক করতে পুলিশ তৎপর আছে।

এর আগে ১৫ ও ১৬ এপ্রিল দোহারের দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ওই দুই বাড়ি থেকে প্রায় ৪৪ ভরি স্বর্ণালংকার ও প্রায় ৬ লাখ টাকা লুট হয়েছে বলে অভিযোগ ওঠে। সম্প্রতি ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্কে আছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন।