‘মুখের কথায় দিন চলবে না, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন’

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা মহিলা দল আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। আজ শনিবার বিকেলে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে
ছবি: প্রথম আলো

দ্রুত নির্বাচন দেওয়ার দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘বিদেশি চমক আর মুখের কথায় দিন চলবে না। অতি প্রয়োজনীয় সংস্কার করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিন।’

আজ শনিবার বিকেলে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জেলা মহিলা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম প্রসঙ্গে সেলিমা রহমান বলেন, দেশে অবশ্যই সংস্কারের প্রয়োজন আছে, তবে সেটা নির্বাচিত সরকারকে করতে হবে। যদি গত ১০ মাস ধরে সংস্কার করেই থাকেন, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের এমন দশা কেন? এখনো কেন মব জাস্টিস হচ্ছে? তাহলে কী সংস্কারটা করছেন? পুলিশের পোশাক পরিবর্তন কি সংস্কারের মধ্যে পড়ে? সংস্কার হতে হবে মানুষের মনের ভেতর থেকে, চিন্তা–চেতনাতে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির (খোকন), বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, ঢাকা মহানগর মহিলা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবীবা চৌধুরী (বীথি) প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি উম্মে সালমা (মায়া)।

সেলিমা রহমান তাঁর বক্তব্যে আওয়ামী লীগ ও শেখ হাসিনা প্রসঙ্গেও কথা বলেন। তাঁর ভাষ্য, ‘৭১–এর মতো ২৪ সালেও শেখ মুজিবের পরিবারের সদস্যরা জনগণকে বিপদের সামনে ফেলে চলে গেছেন, এটাই হলো আওয়ামী লীগের চরিত্র। দলের কর্মিবাহিনীর কথা তাঁরা কখনোই চিন্তা করেন না। তাঁদের চিন্তায় আছে শুধু দেশের সম্পদ, লোভ–লালসা আর ক্ষমতার সিংহাসন। অন্যদিকে জিয়া পরিবার সব সময় জনগণের সঙ্গে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’