বিক্ষোভ মিছিল নিয়ে গিয়ে উপাচার্যের বাসভবনের ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। আজ শুক্রবার রাতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে
বিক্ষোভ মিছিল নিয়ে গিয়ে উপাচার্যের বাসভবনের ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। আজ শুক্রবার রাতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

কুয়েট উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদের বাসভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। আজ শুক্রবার রাত আটটার দিকে উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভের পর তালা ঝুলিয়ে দেওয়া হয়।

উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভের সময় শিক্ষার্থীরা ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই কুয়েটে হবে না’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই কুয়েটে হবে না’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’—এসব স্লোগান দিতে থাকেন। তালা দেওয়ার পর তাঁরা সেখান থেকে চলে যান।

বিক্ষোভরত শিক্ষার্থীরা বলছেন, তাঁরা উপাচার্য, সহ-উপাচার্য ও ছাত্রবিষয়ক পরিচালককে ইতিমধ্যে বর্জন করেছেন। তাঁদের ছয় দফা দাবি এখনো পূরণ হয়নি। এ অবস্থায় চতুর্থ দিনের কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার রাতে তাঁরা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেন এবং তালা দিয়ে দেন।

এর আগে বিকেলে ‘রক্তাক্ত কুয়েট ১৮.০২.২৫’ শিরোনামের ছবির প্রদর্শনী করেছেন শিক্ষার্থীরা। ছাত্র কল্যাণ কেন্দ্রে এই প্রদর্শনীতে আহত শিক্ষার্থীদের ছবি ও শিক্ষার্থীদের ছয় দফা দাবির আন্দোলনের বিভিন্ন ছবি প্রদর্শন করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপাচার্য তাঁর বাসভবন ছেড়ে ঢাকায় রওনা দেন। তিনি চিকিৎসার জন্য ঢাকায় যান। উপাচার্যের স্ত্রী ও পরিবারের সদস্যরা আগে থেকেই ঢাকায় ছিলেন। সহ-উপাচার্য শেখ শরীফুল আলমকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে।

বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের দিকে যান শিক্ষার্থীরা। আজ শুক্রবার রাতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

পদত্যাগের দাবির বিষয়ে উপাচার্য মুহাম্মদ মাছুদ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের বলেছিলেন, ‘আমরা যদি তাদের দাবিগুলো মেনে নিই, তাদের দাবির জন্য যদি সব ব্যবস্থা করি, তাহলে কেন আমাদের পদত্যাগ করতে হবে? আমরা তো তাদের দাবি অনুযায়ী সবকিছু করছি। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে ঠিকমতো পরিচালনা করছি, আমরা চাচ্ছি যে বিশ্ববিদ্যালয় একটা নিয়মের মধ্যে আসুক।’

গত মঙ্গলবার ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে কুয়েটে সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, কুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে। সংঘর্ষের ওই ঘটনার তদন্তে কমিটি করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।