জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটির ৩১ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। এতে প্রধান সমন্বয়কারী করা হয়েছে খালেদ হাসানকে। গতকাল বুধবার রাতে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের যৌথ স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাহাদ আলম, এহসান জাকারিয়া, মো. ইকবাল হোসেন, রুমন কবির, শামায়েল রহমান, নিলয় রশিদ, সানাউল ইসলাম, শাহ মিসবাহ ও সৌমিত্র দেব।
কমিটির অন্য সদস্যরা হলেন—কৌশিক দে, জাহাঙ্গীর আলম, ভীমপল সিনহা, রাসেল থিংগুজাম, জায়েদ আহমদ, সুমি চৌধুরী, প্রলয় বিশ্বাস, আব্দুল বারী খোবায়েব, বৈশিষ্ট্য গোয়ালা, তামিম আহমেদ, আবু সুফিয়ান, সৈয়দ মুফলেউস সালেকিন, সাফওয়ান চৌধুরী, আব্দুল্লাহ আল হোসাইন, লিংকন তালুকদার, জুবায়েল আহমদ, নিজাম উদ্দিন, আশরাফ আহমদ, মোহাম্মদ মেরাজ চৌধুরী, মোহাম্মদ হিরাজ আলী শাহ ও হোসাইন আহমদ। এই কমিটি আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠন না হওয়া পর্যন্ত জেলা পর্যায়ে দলীয় কার্যক্রম পরিচালনা করবে।
প্রধান সমন্বয়কারী খালেদ হাসান প্রথম আলোকে বলেন, তিনি একজন ব্যবসায়ী এবং তাঁর একটি ফার্মেসি রয়েছে। ছাত্রাবস্থায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সঙ্গে যুক্ত ছিলেন। ২০০৫ সাল থেকে ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও এরপর আর কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন না। কমিটির বেশির ভাগ সদস্যই ব্যবসায়ী; কেউ কেউ ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানে কর্মরত, আবার কেউ সদ্য ছাত্রজীবন শেষ করেছেন।
খালেদ হাসান আরও বলেন, এই কমিটির সদস্যদের অনেকে জুলাই-আগস্টের আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ছিলেন। জেলার সাতটি উপজেলার প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। উপজেলা প্রতিনিধিদের মাধ্যমে উপজেলা কমিটি গঠন করে সংগঠনকে তৃণমূলে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এনসিপি সিলেট অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রীতম দাশ প্রথম আলোকে বলেন, জেলা পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এই সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাস এই কমিটি মাঠপর্যায়ে দলকে সক্রিয় ও সংগঠিত করবে। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হবে। এরপর জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হবে।