
ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের পরদিন লিপি ওরফে রানী (২৪) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ওই নারী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার হাজীর বাজার-নয়নপুর সড়কে লাউতি খালের স্লুইসগেটের নিচে লাশটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
লিপি উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের নয়নপুর গ্রামের মৃত আনন্দ খলিফার মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেল থেকে লিপিকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। আজ সকালে নয়নপুর গ্রামের হাজীর বাজার-নয়নপুর সড়কে লাউতি খালের স্লুইসগেটের নিচে এক নারীর ভাসমান লাশ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে লিপির স্বজনেরা বাড়ি থেকে এক কিলোমিটার দূরের খালে গিয়ে লিপিকে শনাক্ত করেন। পরে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
লিপির ভাই হৃদয় মিয়া জানান, তাঁর বোন ৭-৮ বছর যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন। গতকাল বিকেল থেকে কোথাও দেখতে পাওয়া যায়নি। সারা রাত খোঁজাখুঁজি করেও কোথায় পাওয়া যায়নি। পরে সকালে আবার খুঁজতে এসে স্লুইসগেটের নিচে লাশ দেখতে পান। তাঁর বোন কীভাবে এখানে গেল, বুঝতে পারছেন না।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবীর বলেন, নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।