নৌকার পাটাতনে ঝলমল করছে রুপালি লাছো মাছ। মৌলভীবাজারের মাতারকাপনে মনু নদের পাড়ে
নৌকার পাটাতনে ঝলমল করছে রুপালি লাছো মাছ। মৌলভীবাজারের মাতারকাপনে মনু নদের পাড়ে

মনু নদে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে লাছোমাছ

সকালে একের পর এক জাল ফেলছিলেন মাছশিকারিরা। কিন্তু জাল শূন্য, মাছ নেই। তবে দুপুরের পর পরিস্থিতি অনেকটাই পাল্টে যায়। কারও জালে এক-দুইটা করে মাছ উঠতে থাকে। কারও জালে ধরা পড়ে রুপালি মাছের ঝাঁক। মৌলভীবাজারে মনু নদে প্রতিবছর কার্তিক মাসের কোনো এক সময় ‘লাছো বা বাটা’ মাছের ‘বারকি’ ওঠে। স্থানীয় লোকজনের কাছে এটি ‘বাইরকা’ নামেই পরিচিত। তিন-চার দিন বা তার চেয়ে দু-এক দিন বেশি সময় ধরে এই মাছ ধরা পড়ে।