নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাদকাসক্ত ছেলের অত্যাচার সইতে না পেরে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেছিলেন মা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ছেলেকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যার আগে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান এই সাজা দেন।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম সজীব মিয়া (৩০)। তিনি উপজেলার আগবগজান গ্রামের বাসিন্দা ও মৃত আকবর মিয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, সজীব মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে প্রায়ই বাড়িতে অশান্তি করতেন এবং তাঁর মাকে মারধর করতেন। ছেলের নির্যাতন সহ্য করতে না পেরে মা মাজেদা আক্তার উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন। গতকাল বিকেলে ভ্রাম্যমাণ আদালতের একটি দল মাজেদা আক্তারের বাড়িতে গিয়ে সজীবকে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করে। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে হাজির করা হলে তিনি নিজের দোষ স্বীকার করেন। আদালত তখন তাঁকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেন। পরে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে সজীব মিয়াকে আটক করা হয়। তিনি আদালতে নিজের অপরাধ স্বীকার করেছেন। এরপর আইন অনুযায়ী তাঁকে দণ্ড দেওয়া হয়েছে।