Thank you for trying Sticky AMP!!

বিএনএমের প্রার্থীর পক্ষে কাজ করায় বিএনপির দুই নেতাকে বহিষ্কার

কক্সবাজার-২ আসনে (মহেশখালী-কুতুবদিয়া) বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) মনোনীত প্রার্থী মোহাম্মদ শরীফ বাদশাহর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে বিএনপির দুই নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন মহেশখালী উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন ও আবদুর রহিম। গতকাল রোববার বিকেলে কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁদের বহিষ্কারের কথা জানানো হয়।

মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিক প্রথম আলোকে বলেন, ইকবাল হোসেন ও আবদুর রহিম উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য। তাঁরা সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) মনোনীত প্রার্থী মোহাম্মদ শরীফ বাদশাহর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এমনকি প্রকাশ্যে তাঁরা ওই প্রার্থীর পক্ষে এলাকায় প্রচারকাজে অংশ নিচ্ছেন। এ কারণে দলীয় পদ থেকে তাঁদের বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে আবদুর রহিম বলেন, ‘কী কারণে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তা সঠিকভাবে বলতে পারছি না। এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছি।’
একই প্রশ্নের জবাবে ইকবাল হোসেন বলেন, ‘স্থানীয় এলাকার স্বার্থে শরীফ বাদশাহর প্রচারণা মিছিলে গিয়েছিলাম। তিনি আমার প্রতিবেশী। এতে কোনো অন্যায় করিনি আমি।’