মাগুরার শ্রীপুরে কবি ফররুখ আহমদের বাড়ি পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সকালে উপজেলার মাঝাইল গ্রামে
মাগুরার শ্রীপুরে কবি ফররুখ আহমদের বাড়ি পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সকালে উপজেলার মাঝাইল গ্রামে

নির্বাচন ১৫ ফেব্রুয়ারির মধ্যেই: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, রাজনৈতিক মতভেদ থাকলেও আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। মাগুরার শ্রীপুরে কবি ফররুখ আহমদের বাড়ি পরিদর্শনে গিয়ে তিনি বলেন, এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি এবং কোনো শক্তিই তা বানচাল করতে পারবে না। কবির বাড়ি রক্ষায় রেললাইনের নকশা পরিবর্তন করা হয়েছে, যাতে বাড়িটি ক্ষতিগ্রস্ত না হয়। কবি পরিবার উড়ালসড়কের পরিবর্তে বিকল্প পথে রেললাইন করার প্রস্তাব দিয়েছে।