Thank you for trying Sticky AMP!!

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় স্বতন্ত্র প্রার্থী আবদুর রউফের সমর্থকদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। বুধবার সন্ধ্যায়

কুমারখালীতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের গাড়ি ভাঙচুর, নৌকার কর্মী ইউপি সদস্যের কারাদণ্ড

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের গাড়ি ভাঙচুরের ঘটনায় নৌকার কর্মী এক ইউপি সদস্যকে এক দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম শরিফুল ইসলাম। তিনি নন্দলালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য।

বুধবার সন্ধ্যায় কুমারখালী উপজেলার নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয় এলাকায় শরিফুল ইসলামের নেতৃত্বে ওই গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। রাত আটটার দিকে নির্বাচনী এলাকায় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামকে কারাদণ্ড দেন ও জরিমানা করেন।

Also Read: ‘বিএনপির ভোটাররা ভোটকেন্দ্রে না এলে সুবিধাভোগীর তালিকা থেকে নাম কাটা যাবে’

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আবদুর রউফের (ট্রাক প্রতীক) একটি নির্বাচনী ক্যাম্প উদ্বোধন উপলক্ষে সভা চলছিল। এ সভায় যোগ দিয়েছিলেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান খান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহিদ হোসেন। সভাস্থলের পাশেই এই দুই নেতার ব্যবহৃত একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার রাখা ছিল। একপর্যায়ে নৌকার প্রার্থী ও এ আসনের বর্তমান সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের সমর্থক ইউপি সদস্য শরিফুল ইসলামের নেতৃত্বে কয়েকজন ওই গাড়ি দুটি ভাঙচুর করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সভার লোকজন ধাওয়া দিয়ে শরিফুলকে ধরে মারপিট করে পুলিশে দেন। অন্যরা পালিয়ে যায়। পরে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল আরাফাত শরিফুলকে এক দিনের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

Also Read: পাবনায় কেন্দ্র দখল করে ‘ওপেন ভোট’ দেওয়ার হুমকি দেওয়া নেতাকে নোটিশ

জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হক প্রথম আলোকে বলেন, নন্দলালপুরে কুষ্টিয়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুর রউফের একটি সভা চলাকালে কিছু উচ্ছৃঙ্খল লোক ওই প্রার্থীর সমর্থকের গাড়ির কাচ ভাঙচুর করে। পালিয়ে যাওয়ার সময় শরিফুল নামে এক ইউপি সদস্যকে ধরে পুলিশে দেন স্থানীয় লোকজন। পরে তাঁকে সাজা দেওয়া হয়েছে। পুলিশের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হচ্ছে।

Also Read: সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিলেন সংসদ সদস্য ফরহাদ হোসেন

স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য আবদুর রউফ বলেন, ‘আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেলিম আলতাফ জর্জ নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন। কুমারখালী-খোকসার জনগণ তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এ কারণে ওই প্রার্থী ও তাঁর সমর্থকেরা প্রায় প্রতিদিনই আমার লোকদের মারপিট ও হুমকি-ধমকি দিয়ে আসছেন।’

Also Read: আওয়ামী লীগ নেতাকে জুতার মালা পরানোর হুমকি দিয়ে শোকজের চিঠি পেলেন শাহদাব আকবর