মব সন্ত্রাস জনগণের আন্দোলনের অর্জনকে ক্ষুণ্ন করছে: জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলন খুলনা জেলা শাখার উদ্যোগে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি
ছবি: প্রথম আলো

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি মনে করেন বিচার ও সংস্কার ত্বরান্বিত করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা সরকারের অগ্রাধিকার হওয়া উচিত। তিনি বলেন, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো মানুষের জন্য উদ্বেগের বিষয়। মব সন্ত্রাস, উদ্দেশ্যপ্রণোদিত মামলার প্রবণতা ও পুলিশের নিষ্ক্রিয়তা জনগণের আন্দোলনের অর্জনকে ক্ষুণ্ন করছে।

আজ শনিবার দুপুরে খুলনা শহরের গণসংহতি আন্দোলনের জেলা কার্যালয়ে দলটির খুলনা জেলা কমিটির বাছাইকৃত কর্মীদের এক সাংগঠনিক সভায় এ কথাগুলো বলেন জোনায়েদ সাকি। সভায় সভাপতিত্ব করেন দলের জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল। সঞ্চালনায় ছিলেন জেলা সদস্য আল আমিন শেখ।

‘মব সন্ত্রাস’ নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, শুধু বিবৃতি দিয়ে দায় এড়ানো যাবে না। অপরাধীকে আইনের আওতায় না এনে জনতার হাতে তুলে দিয়ে হেনস্তা করাকে কোনোভাবেই ন্যায়বিচার বলা চলে না। তিনি বলেন, খুলনায় গত এক মাসে একের পর এক খুন, গুলি, ধর্ষণ ও লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে, যা উদ্বেগজনক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা জবাবদিহির আওতায় না আনলে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

সভায় আরও বক্তব্য দেন জেলা যুগ্ম আহ্বায়ক মো. অলিয়ার রহমান শেখ, সদস্য টিপু সুলতান, নাদিরা বেগম, খালিশপুর থানা আহ্বায়ক মো. মোশারেফ হোসেন, অভয়নগর উপজেলা আহ্বায়ক রাফেজা বেগম, সদস্যসচিব সামস সারফিন, জি এম আলফাত হোসেন, শিক্ষক আবদুল রাজ্জাক মোল্লা, কবি নাজমুল তারেক তুষার, আলাউদ্দীন খান, সাগর চ্যাটার্জী প্রমুখ। সভায় সংগঠন জোরদার ও ভবিষ্যতে গণমানুষের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে দলীয় প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

জোনায়েদ সাকি বলেন, সভায় নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা ও মৌলিক সংস্কারকে টেকসই করতে হলে আগামী জাতীয় নির্বাচন হতে হবে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন। সেই লক্ষ্যে গণসংহতি আন্দোলনকে জনগণের মধ্যে ঐক্য গড়ে তোলার কাজ চালিয়ে যেতে হবে।