Thank you for trying Sticky AMP!!

বনবিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামানকে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে মানববন্ধন করেন বন বিভাগের কর্মকর্তা–কর্মচারীরা। আজ দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার দক্ষিণ বন বিভাগের কার্যালয়ের সামনে

বিট কর্মকর্তাকে হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

কক্সবাজারের উখিয়ায় মিনি ট্রাকের (ডাম্পার) চাপায় বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামানকে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পরিবেশ নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা ও সংগঠনের কর্মীরা।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কার্যালয়ের সামনে আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে বেলা পৌনে ১টা পর্যন্ত মানববন্ধন ও সমাবেশ চলে। এতে বক্তব্য দেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সরোয়ার আলম, কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকার, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু মোরশেদ চৌধুরী, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম প্রমুখ।

ডিএফও আনোয়ার হোসেন সরকার বলেন, গত রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় সংরক্ষিত বনের পাহাড় কেটে মাটি পাচার করছিল বনদস্যুরা। খবর পেয়ে তা ঠেকাতে গিয়ে পাচারকারীদের ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন বন বিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান। তিনি কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বন বিটের বিট কর্মকর্তার দায়িত্বে ছিলেন। তিনি মুন্সিগঞ্জ জেলার গজরিয়া উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে।

হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ডিএফও সরোয়ার আলম বলেন, অবৈধ ডাম্পারের দৌরাত্ম্য ও পাহাড় কাটা বন্ধ করতে হবে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। না হলে অপরাধীরা পার পেয়ে যাবে এবং বারবার এ ধরনের অপরাধ সংঘঠিত করবে।