
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে মালবাহী ট্রাকের চাপায় এক কৃষক নিহত হয়েছেন। তাঁর নাম আবদুল আলম (৫৮)। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আবদুল আলম লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের পহরচান্দা এলাকার বাসিন্দা। জমিসংক্রান্ত বিরোধের জেরে একটি ফৌজদারি মামলায় বিবাদী হিসেবে হাজিরা দিতে তিনি বাড়ি থেকে চট্টগ্রাম আদালতে যাচ্ছিলেন।
নিহত কৃষকের আইনজীবী ইসহাক আহমেদ প্রথম আলোকে বলেন, আজ সকাল সোয়া আটটার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ স্টেশনে মহাসড়ক পার হওয়ার সময় কক্সবাজারগামী একটি ট্রাক চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা শুরুর কিছুক্ষণ পরই বেলা পৌনে ১১টার দিকে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক মনজুর আহমেদ প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং কৃষককে চাপা দেওয়া ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।