
কিশোরগঞ্জে একটি জলপাইগাছে মাটির হাঁড়ি বেঁধে টিয়া পাখির জন্য বাসা তৈরি করে দিয়েছে বন্ধুসভা। আজ শনিবার সকালে জেলা শহরের আজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাসভবনের জলপাইগাছে এ বাসা তৈরি করে দেওয়া হয়েছে।
আজ ছিল কিশোরগঞ্জ বন্ধুসভার নতুন কমিটির প্রথম সাংগঠনিক সভার দিন। বন্ধুসভা সূত্র জানিয়েছে, পুরোনো এ জলপাইগাছে দীর্ঘদিন ধরে টিয়া পাখির আনাগোনা রয়েছে। পাখিরা যাতে গাছটিতে থাকতে পারে, সে জন্য সভা শুরু করার আগে তারা এ কাজ করে।
এ প্রসঙ্গে বন্ধুসভার সাধারণ সম্পাদক মোস্তাফিজ মারুফ প্রথম আলোকে বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রযুক্তির ব্যবহারের কারণে দেশের বিভিন্ন স্থানে নানা প্রজাতির পাখি হারিয়ে যাচ্ছে। তাই এই পাখিদের রক্ষার জন্য গাছের ডালে ডালে মাটির হাঁড়ি বেঁধে বাসা তৈরি করে দেওয়া হচ্ছে।
পর্যায়ক্রমে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা স্থানে পাখিদের অবাধ বিচরণের জন্য আরও অনেক মাটির হাঁড়ি বেঁধে দেওয়া হবে বলে তিনি জানান।
এ কার্যক্রমে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন, হোছেন আলমগীর, আইনজীবী মো. মাহফুজুল হক, প্রথম আলো কিশোরগঞ্জ প্রতিনিধি তাফসিলুল আজিজ, বন্ধুসভার সাধারণ সম্পাদক মোস্তাফিজ মারুফ, সহসভাপতি হোসাইন আশিক, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তানভীর হাসান, সহসাংগঠনিক সম্পাদক নুসরাত জাহান, মুক্তিযোদ্ধা ও গবেষণা সম্পাদক জহিরুল ইসলাম, বইমেলা সম্পাদক নাঈম আজিজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাহিম ইসরাক, ম্যাগাজিন সম্পাদক আয়েশা হাবিবা প্রমুখ।