শাহেনা আক্তার
শাহেনা আক্তার

কক্সবাজারে সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

কক্সবাজার পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌরসভা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক শাহেনা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে শহরের নুনিয়াছটা এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শাহেনা আক্তার আত্মগোপনে ছিলেন। তবে সম্প্রতি তিনি বাড়ি ফেরেন। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

শাহেনাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান। তিনি প্রথম আলোকে বলেন, শাহেনা আক্তার বাড়িতে ফিরেছেন খবর পেয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শাহেনা আক্তার পৌরসভার সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড থেকে পরপর দুইবার পৌর কাউন্সিলর নির্বাচিত হন। তাঁকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে কিছু বাসিন্দা জড়ো হয়ে তাঁর মুক্তির দাবিতে বিক্ষোভ করেন।