নিহত ব্যবসায়ী শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী
নিহত ব্যবসায়ী শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী

কক্সবাজারে ভবন থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড স্টেশন এলাকায় পাঁচতলা একটি ভবনের ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর নাম শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী (৪৮)। আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মেজবাহ উদ্দিনের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাতারিয়া এলাকায়। তিনি ওই এলাকার শেখ আমান উদ্দিন চৌধুরীর ছেলে। তিনি কক্সবাজারের লিংক রোড এলাকার বিসিক শিল্পনগরীর কয়েকটি প্রতিষ্ঠানে জ্বালানি সরবরাহ করতেন। পরিবার নিয়ে ওই ভবনেরই দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে থাকতেন তিনি।

নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের দাবি, আজ ফজরের নামাজ শেষে তিনি বাসার ছাদে গিয়েছিলেন। পরে ভবনের নিচে মেজবাহ উদ্দিনের মরদেহ পাওয়া যায়। কেউ পরিকল্পিতভাবে ধাক্কা দিয়ে ছাদ থেকে নিচে ফেলে মেজবাহকে হত্যা করেছেন।

জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াস খান প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যা। ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে মেজবাহ উদ্দিনকে একাই ছাদে উঠতে দেখা গেছে। তাঁর মাথার টুপি, পরনের জামা, প্যান্ট, জুতা সবই ঠিকঠাক ছিল। কেউ পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছেন কি না, তা অনুসন্ধান করা হচ্ছে।