
বাড়ি মানিকগঞ্জে। হেরোইনসহ ধরা পড়েছিলেন রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছিতে। আজ বৃহস্পতিবার ওই মামলার রায় হয়েছে। এতে হেরোইন পাচারের দায়ে ওই মাদক ব্যবসায়ীকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার সাহা এ রায় ঘোষণা করেন। দণ্ড পাওয়া ওই আসামির নাম আইয়ুব আলী (৩৭)। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক জানান, র্যাব-৫–এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল ২০২১ সালের ৬ ডিসেম্বর জেলার চারঘাট উপজেলার হলিদাগাছি এলাকা থেকে আইয়ুবকে ৮০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেছিল। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় একটি মামলা হয়।
এন্তাজুল হক আরও বলেন, গ্রেপ্তারের পর থেকে আসামি রাজশাহী কারাগারে ছিলেন। আজ তাঁর উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেছেন। রায় ঘোষণার পর তাঁকে আবার কারাগারে পাঠানো হয়।