জিসান আহমেদ
জিসান আহমেদ

দাউদকান্দিতে মেলায় যাওয়ার পথে মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

কুমিল্লার দাউদকান্দির ইটাখোলায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে ঢাকা-কচুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ১১ জন।

নিহত কিশোরের নাম জিসান আহমেদ (১৭)। সে দাউদকান্দি উপজেলার বরকোটা স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির অপেক্ষায় ছিল। তার বাড়ি উপজেলার চরকখোলা গ্রামে। সে কাওসার আহমেদের ছেলে।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলটির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের সময় পেছনে থাকা একটি ব্যাটারিচালিত রিকশাও এসে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা চালকসহ তিনজনের মধ্যে এক আরোহী মারা যায় এবং চালক ও আরেক আরোহী আহত হন। ব্যাটারিচালিত রিকশায় থাকা একমাত্র যাত্রী ও চালক আহত হন। সিএনজিচালিত অটোরিকশার চালকসহ সাতজন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে আটজনকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নিহত জিসানের চাচি জেসমিন আক্তার বলেন, জিসান তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে গৌরীপুর বাজারে শিল্প ও বাণিজ্য মেলায় যাচ্ছিল। যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।