গ্রেপ্তার
গ্রেপ্তার

পাটগ্রামে থানায় হামলার ঘটনায় বিএনপির আরও ২ নেতা গ্রেপ্তার

লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা, ভাঙচুর ও হাজত থেকে সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নেওয়া ঘটনায় বিএনপির আরও দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় করা মামলায় এ নিয়ে ১৪ আসামিকে গ্রেপ্তার করা হলো।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাটগ্রাম পৌর এলাকার থানাপাড়া গ্রামের বাসিন্দা ও উপজেলা যুবদলের আহ্বায়ক রাবিউল ইসলাম এবং উপজেলার দহগ্রাম ইউনিয়ন কৃষক দলের সভাপতি মতিয়ার রহমান। এর আগে একই মামলায় আরও এজাহারভুক্ত ও সন্দেহভাজনসহ ১২ জনকে গ্রেপ্তার করে থানা-পুলিশ। তাঁদের মধ্যে অধিকাংশই বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী বলে জানা গেছে।

২ জুলাই রাতে পাটগ্রাম থানায় হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামিকে জোর করে ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় পরদিন রাতে পাটগ্রাম থানার উপপরিদর্শক হামিদুর রহমান বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। মামলায় সরকারি কাজে বাধা, হত্যার উদ্দেশ্যে সরকারি কর্মচারীকে মারধর, সরকারি সম্পদের ক্ষতি, চুরি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, থানা-পুলিশের করা মামলায় গত চার দিনে ১৪ আসামিকে করা হয়েছে। এ ছাড়া অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।