টেকনাফের পাহাড়ে বন্য হাতির বাচ্চা প্রসব করার পর মা হাতির মৃত্যু হয়েছে
টেকনাফের পাহাড়ে বন্য হাতির বাচ্চা প্রসব করার পর মা হাতির মৃত্যু হয়েছে

শাবক প্রসব করে মারা গেল মা হাতি

দুপুরের দিকে গহিন পাহাড়ে শাবকের জন্ম দেয় মা হাতি। এরপর রক্তক্ষরণে বিকেলে মারা যায় বন্য মা হাতিটি। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা হাতিশাবকটিকে উদ্ধার করেন। আজ রোববার এ ঘটনা ঘটেছে কক্সবাজারের টেকনাফে। উপজেলার হোয়াইক্যং এলাকার হরিখোলা পাহাড় থেকে বিকেলে হাতিশাবকটি উদ্ধার করা হয়।

বন বিভাগের কর্মকর্তারা জানান, প্রসবের পর মা হাতিটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এ সময় সেটি চিৎকার করছিল। বিকেলের দিকে হাতিটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে যান। মৃত হাতিটিকে মাটিচাপা দেওয়ার কাজ চলছে। জন্ম নেওয়া হাতিশাবকটি উদ্ধার করে বন বিভাগের কার্যালয়ে নিয়ে আসা হয়।

বন বিভাগের হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা জহির উদ্দিন মো. মিনার চৌধুরী বিষয়টি প্রথম আলোকে বলেন, বন বিভাগের কার্যালয়ে রেখে উদ্ধার হওয়া শাবকটিকে দুধ খাওয়ানো হচ্ছে। শাবকটিকে চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।