শামসুদ্দোহা সিকদার ওরফে আরজু
শামসুদ্দোহা সিকদার ওরফে আরজু

চট্টগ্রামে উপজেলা যুবলীগের নেতাকে ধরে পুলিশে দিল জনতা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শামসুদ্দোহা সিকদার ওরফে আরজুকে পুলিশের হাতে সোপর্দ করেছে জনতা। গতকাল শুক্রবার গভীর রাতে চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকা থেকে স্থানীয় জনতা তাঁকে ধরে থানা-পুলিশের কাছে তুলে দেয়।

বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ। তিনি বলেন, ‘গভীর রাতে আরজুকে স্থানীয় জনতা আটক করে আমাদের কাছে দিয়ে গেছে। তাঁর নামে নগরের কোতোয়ালি থানায় মামলা রয়েছে। ফলে তাঁকে ওই থানায় হস্তান্তর করা হবে।’

আরজু সিকদারের নামে কয়টি ও কী অভিযোগে মামলা রয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি কোতোয়ালি থানার ওসি আবদুল করিম। জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তাঁর বিরুদ্ধে থাকা মামলার বিষয়টি খতিয়ে দেখছি।’