Thank you for trying Sticky AMP!!

যুবদলের ১৩ নেতা–কর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। আজ সোমবার বিকেলে বাগেরহাট আদালতে

বাগেরহাটে নাশকতার মামলায় যুবদলের ১৩ নেতা–কর্মী কারাগারে

বাগেরহাটে পুলিশের করা একটি নাশকতা মামলায় জেলা যুবদলের সাবেক সভাপতি শিকদার হারুন আল রশিদসহ ১৩ নেতা–কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বিকেলে জামিন আবেদনের শুনানি শেষে বাগেরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ওসমান গনি এ আদেশ দেন।

কারাগারে যাওয়া নেতারা হলেন জেলা যুবদলের সাবেক সভাপতি শিকদার হারুন আল রশিদ, সহসাধারণ সম্পাদক জিয়াউর রহমান, মোল্লাহাট উপজেলা যুবদলের আহ্বায়ক মুরাদ হোসেন চৌধুরী, যুবদল কর্মী আসলাম মোল্লা, রিপন শেখ ওরফে ফোরকান, শরিফুজ্জামান শিমুল, মাইনুল শরীফ, হাসান শেখ, রুবেল মোল্লা, আত্তাব শেখ, কামরুল শিকদার, জিয়া শেখ ও রিয়াজুল ইসলাম।

আসামিপক্ষের আইনজীবী মো. মোস্তফা কামাল বলেন, গত বছর মোল্লাহাট থানা–পুলিশের করা একটি নাশকতা মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন আসামিরা। জামিনের মেয়াদ শেষ হওয়ায় ১৩ নেতা–কর্মী বাগেরহাট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন।