
গত সরকারের আমলে ২০১৭ সালে সুন্দরবনের চারপাশে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় (ইসিএ) শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে দেওয়া অনুমোদন বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে ইসিএ এলাকায় নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে অনুমতি দেবে না সরকার।
সোমবার সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় পরিবেশ কমিটির ১৬তম সভায় নতুন করে কোনো শিল্পপ্রতিষ্ঠানের অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ সভায় সভাপতিত্ব করেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন শিল্পপ্রতিষ্ঠানের অনুমোদন না দেওয়ার পাশাপাশি নিরপেক্ষ বিশেষজ্ঞ কমিটি দিয়ে সুন্দরবনের ইসিএ এলাকায় ইতিমধ্যে স্থাপিত শিল্পপ্রতিষ্ঠানের পরিবেশ ও প্রতিবেশের ওপর কী প্রভাব পড়েছে, সেটার একটা সমীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
১৯৯৯ সালে সুন্দরবন রক্ষায় সুন্দরবনের চারপাশের ১০ কিলোমিটার এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে সরকার। ইসিএ এলাকায় মাটি, পানি ও বায়ুর প্রাকৃতিক বৈশিষ্ট্য নষ্ট হয় এমন যেকোনো কর্মকাণ্ড নিষিদ্ধ।