নেত্রকোনায় ঝড়ে নিহত ১, আহত দেড় শর বেশি

ঝড়ে নেত্রকোনা শহরের বিভিন্ন স্থানে গাছ উপড়ে গেছে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে আছে রাস্তায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ঝড়ে মারা গেছেন একজন। নেত্রকোনা, ১১ মে। ছবি: প্রথম আলো
ঝড়ে নেত্রকোনা শহরের বিভিন্ন স্থানে গাছ উপড়ে গেছে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে আছে রাস্তায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ঝড়ে মারা গেছেন একজন। নেত্রকোনা, ১১ মে। ছবি: প্রথম আলো

সকাল ৬টা ২০ মিনিট। শুরু হলো ঝড়। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলছেন, এর তাণ্ডবলীলা চলে মাত্র ১০ মিনিট। স্রেফ ৬০০ সেকেন্ডেই লন্ডভন্ড হয়ে গেছে নেত্রকোনা জেলা। শহরের বিভিন্ন স্থানে গাছ উপড়ে গেছে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে আছে রাস্তায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ঝড়ে মারা গেছেন একজন। আহত হয়েছে দেড় শতাধিক মানুষ।

ঝড়ে নিহত ব্যক্তির নাম আবদুল মালেক (৫০)। তিনি সদর উপজেলার কাটাখালী গ্রামের বাসিন্দা। পেশায় কৃষক আবদুল মালেক ঘরের নিচে চাপা পড়ে মারা যান।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঝড়ে নেত্রকোনার তিনটি উপজেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো হলো নেত্রকোনা সদর, পূর্বধলা ও আটপাড়া। নেত্রকোনা শহরসহ জেলার বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক গাছ উপড়ে গেছে। বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় বন্ধ হয়ে গেছে বিদ্যুতের সরবরাহ। অনেক বাসাবাড়ির ওপর ভেঙে পড়েছে গাছ। গাছ উপড়ে অনেক সরকারি কার্যালয়ও ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে পুরো জেলায় বিদ্যুতের সরবরাহ বন্ধ।

ঝড়ে নেত্রকোনা শহরের বিভিন্ন স্থানে গাছ উপড়ে গেছে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে আছে রাস্তায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ঝড়ে মারা গেছেন একজন। নেত্রকোনা, ১১ মে। ছবি: প্রথম আলো

নেত্রকোনা জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় সূত্রে জানা গেছে, ঝড়ে প্রায় ১৫ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে।

জেলা প্রশাসক মঈনউল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হচ্ছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে।