Thank you for trying Sticky AMP!!

ইট তৈরিতে বছরে ১৩ কোটি টন মাটি ব্যবহৃত হচ্ছে

টেকনাফের লেদা এলাকার একটি ইটভাটায় পড়ে আছে কাঁচা ইট

ইট তৈরির জন্য বছরে প্রায় ১২ কোটি ৯৬ লাখ টন কৃষিজমির উর্বর মাটি (টপ সয়েল) ব্যবহার করা হয়। আর মাটি পুড়িয়ে ইট তৈরিতে ব্যবহৃত হয় প্রায় ৫৬ লাখ টন কয়লা। এতে একদিকে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে অন্যদিকে বায়ুদূষণের ফলে জনস্বাস্থ্যের ব্যাপক ক্ষতি হচ্ছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে পরিবেশ অধিদপ্তরের দেওয়া এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। সংসদীয় কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয় বন অধিদপ্তরের সভাকক্ষে।

কমিটি এর আগের বৈঠকে মাটির উপরিভাগ (টপ সয়েল) ব্যবহারসংক্রান্ত তথ্য দেওয়ার সুপারিশ করেছিল। আজকের বৈঠকে পরিবেশ অধিদপ্তর জানায়, বাংলাদেশের মোট টপ সয়েলের পরিমাণসংক্রান্ত কোনো তথ্য-উপাত্ত পরিবেশ অধিদপ্তরে নেই। বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহত্তম ইট উৎপাদনকারী দেশ বাংলাদেশে ইটের কাঁচামাল হিসেবে কৃষিজমির মানসম্পন্ন ওপরের মাটির ব্যবহার হয়, যা পরিবেশগত এবং অর্থনৈতিক একটি বড় সমস্যা। আগামী ১০ বছরে টপ সয়েলের ব্যবহার ২-৩ শতাংশ বাড়তে পারে।

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে সরকারি স্থাপনায় শতভাগ ব্লক ইট ব্যবহার নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। এ ছাড়া বৈঠকে কমিটি সারা দেশে দখলকৃত বনভূমি পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত রাখার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে।

কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, নাজিম উদ্দিন আহমেদ, তানভীর শাকিল, মো. রেজাউল করিম এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন বৈঠকে অংশ নেন।