শীতের সকালে সন্তান কোলে বাজার থেকে বাড়ি ফিরছেন বাবা। রংপুর শহরতলির জলছত্র এলাকায়
শীতের সকালে সন্তান কোলে বাজার থেকে বাড়ি ফিরছেন বাবা। রংপুর শহরতলির জলছত্র এলাকায়

সর্বনিম্ন তাপমাত্রা আরও কমল, শীত কি আবার বাড়ছে

দেশে ২৪ ঘণ্টার ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা কমে গেছে। রাজধানী ঢাকায় গতকাল শনিবারের তুলনায় আজ রোববার কমেছে তাপমাত্রা। তবে শৈত্যপ্রবাহ গতকালের মতোই আজও নেই।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এখানেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের ৯ ডিগ্রি সেলসিয়াস থেকে কম।

কোনো এলাকায় তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকলে সেখানে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। দেশের এই এক স্থানেই আজ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এরপরও আবহাওয়া অফিস বলছে না যে এখানে শৈত্যপ্রবাহ আছে। এর কারণ হলো, এভাবে বিচ্ছিন্ন একটি এলাকায় তাপমাত্রা এমনটা থাকলে তাকে শৈত্যপ্রবাহ বলা যায় না।

গত শুক্রবার দেশের তিন জেলায় শৈত্যপ্রবাহ ছিল। আবহাওয়া অফিস বলছে, আগামী দুই দিন তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে। তারপর আবার তা বাড়তে পারে।

দেশের একমাত্র স্থানে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেও শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হচ্ছে না। কারণ, এটি একটি বিচ্ছিন্ন এলাকা।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আজ সকালে প্রথম আলোকে বলেন, আজও গতকালের মতোই কুয়াশার দাপট অনেকটাই কম। দেশের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য একটু কমেছে। তবে কোথাও শৈত্যপ্রবাহ নেই। আগামীকাল তাপমাত্রা এমনটাই থাকতে পারে। তারপর দুই–এক দিন পরে আগামী শুক্রবার থেকে শীতটা একটু বাড়তে পারে।

আজ ২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানীর তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। আজ রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এই তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানী ঢাকার তাপমাত্রা গতকালের তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস কমে আজ ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড করা হয়েছে।