Thank you for trying Sticky AMP!!

উন্নয়ন সংস্থার রাজনীতি নয়, উন্নয়নে মনোযোগ দেওয়া উচিত: মোমেন

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, উন্নয়ন সংস্থার রাজনীতিতে নয়, উন্নয়ন কার্যক্রমে মনোযোগ দেওয়া উচিত। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঢাকা সফররত জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে মোহাম্মদের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

তিন দিনের বাংলাদেশ সফরের প্রথম দিনে জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘দুঃখের বিষয়, আমাদের অনেক উন্নয়ন সহযোগী রাজনীতি নিয়ে ব্যস্ত থাকে। আমি আজ তাঁকে (আমিনা) সেটি বলেছি, আপনাদের যত উন্নয়ন সংস্থা, তাদের উন্নয়ন কার্যক্রমে মনোযোগ দেওয়া উচিত, রাজনীতিতে নয়। নির্বাচন যখন হবে, তখন হবে। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিচ্ছি। সেটি নিয়ে আর কথা বলার কোনো প্রয়োজন নেই।’