ডেঙ্গুতে আজ শনিবার সকাল আটটা থেকে আগের ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাঁরা দুজনই পুরুষ। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে। অপরজনের মৃত্যু হয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার একটি হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা ৯৮।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। এর আগের দিন শুক্রবারের বিবৃতিতেও এক তরুণের মৃত্যুর কথা জানানো হয়েছিল।
শেষ ২৪ ঘণ্টার ৯৮ ডেঙ্গু রোগীর মধ্যে সর্বোচ্চ ৫৮ জন ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় হাসপাতালগুলোতে। এর বাইরে ডিএসসিসির হাসপাতালগুলোয় ২০, বরিশাল বিভাগে ১৮ ও চট্টগ্রাম বিভাগে ৬ জন ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি জুলাই মাসে ৯ জনসহ এ বছর এখন পর্যন্ত ৫৩ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে প্রায় ৫১ শতাংশ নারী।
আর চলতি মাসে ১ হাজার ৮৪৫ জনসহ এ বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ৫ হাজার ৪৯৬। ভর্তি রোগীর ৬১ শতাংশ পুরুষ। শেষ ২৪ ঘণ্টায় ৬৮ জনসহ এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪ হাজার ৯১০ জন ডেঙ্গু রোগী।