শুভ সন্ধ্যা। আজ রোববার, সপ্তাহের প্রথম কর্মদিবস। দিনটির শুরু হয়েছে এক ভয়াবহ দুর্ঘটনার খবর দিয়ে। আজ সকাল সাড়ে সাতটার দিকে খুলনা থেকে আসা একটি বাস পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। এ-সংক্রান্ত একাধিক খবর আছে আজ প্রথম আলো অনলাইনে। সাম্প্রতিক সময়ে আলোচিত রবিউল ইসলাম ওরফে আরাভ খানের নানা অপকর্ম নিয়ে প্রতিবেদন ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছে। অনুসন্ধানে নতুন নতুন তথ্য বের হচ্ছে। এসবের পাশাপাশি আজ আন্তর্জাতিক, অর্থনীতি, ক্রীড়া ও বিনোদনজগতের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোর আলোচিত পাঁচ খবরে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়তেন সুইটি। কিছুদিন আগে ঢাকা থেকে গোপালগঞ্জ সদরের পাঁচুরিয়া এলাকায় গ্রামের বাড়িতে এসেছিলেন। আজ রোববার সকালে বাবা মো. মাসুদ মিয়ার সঙ্গে বাসে ঢাকায় ফিরছিলেন তিনি। গোপালগঞ্জ থেকে তাঁরা উঠেছিলেন ইমাদ পরিবহনের বাসটিতে। দুর্ঘটনায় বাবা মাসুদ মিয়া বেঁচে গেলেও প্রাণ হারিয়েছেন সুইটি। বিস্তারিত পড়ুন...
দুবাইয়ে সোনার দোকান চালু করে সাম্প্রতিক সময়ে আলোচিত রবিউল ইসলাম ওরফে আরাভ খান একসময় ঢাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে নারীদের দিয়ে ব্যবসায়ী, রাজনৈতিক নেতা ও চাকরিজীবীদের ফাঁদে ফেলতেন। নারীদের সঙ্গে আপত্তিকর ছবি তুলে টাকা আদায় করাই ছিল তাঁর লক্ষ্য। বিস্তারিত পড়ুন...
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২০-২২ মার্চ মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন। এ সফরের উদ্দেশ্য হলো, চীন-রাশিয়ার মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা এবং ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি সমাধানের পথ খোঁজা। বিস্তারিত পড়ুন...
ফাইনালে ১ রানের জয়ে পিএসএলে শিরোপা ধরে রেখেছে শাহিন শাহ আফ্রিদির লাহোর। একমাত্র অধিনায়ক হিসেবে টানা দুই আসরে শিরোপা জিতেছেন এই পেসার। গতবারের ফাইনালেও মুলতানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল লাহোর। বিস্তারিত পড়ুন...
‘আশিকি ২’, ‘ওকে জানু’, ‘স্ত্রী’ থেকে ‘ছিঁছোড়ে’—পাশের বাড়ির মেয়ের চরিত্রে দেখা গেছে শ্রদ্ধা কাপুরকে। কিন্তু ‘টু ঝুটি ম্যায় মাক্কার’-এ দেখা গেছে নতুন এক শ্রদ্ধাকে। মেদহীন ঝরঝরে শরীরে বিকিনি পরা শ্রদ্ধাকে এভাবে কে কবে দেখেছে! বিস্তারিত পড়ুন...