Thank you for trying Sticky AMP!!

প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আহমদ কায়কাউস

বিশ্বব্যাংকে থাকছেন না সাবেক মুখ্য সচিব আহমদ কায়কাউস

মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে চুক্তি ভিত্তিতে থাকা প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আহমদ কায়কাউসের চুক্তি বাতিল করেছে বাংলাদেশ সরকার।

এ বিষয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অবশ্য প্রজ্ঞাপনে কী কারণে এই চুক্তি বাতিল করা হয়েছে, তা বলা হয়নি। তবে কিছুদিন আগে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা পোষণ করেছেন আহমদ কায়কাউস। একই সঙ্গে তখন গুঞ্জন ছড়ায় যে তিনি আরও গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব পেতে পারেন।

Also Read: প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব আহমদ কায়কাউস

এমন অবস্থায় আহমদ কায়কাউসের বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালকের পদে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো। ২০২২ সালের ৭ ডিসেম্বরে তিন বছরের জন্য বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন আহমদ কায়কাউস।

আহমদ কায়কাউস ১৯৮৬ সালের ২১ জানুয়ারি ৮৪ ব্যাচের কর্মকর্তা হিসেবে প্রশাসন ক্যাডারে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। ২০১৯ সালের ডিসেম্বরে তিনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ পান। মেয়াদ শেষে তিনি বিশ্বব্যাংকে চুক্তিভিত্তিক নিয়োগ পান।

Also Read: আহমদ কায়কাউস আরও ২ বছরের জন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিব