শুভ সকাল। আজ ৩ মে, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

‘আমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে’—এই প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘কারা আসবে, কে আসবে ক্ষমতায়। কে দেশের জন্য কাজ করবে, কাকে তারা আনতে চায়। সেটা কিন্তু স্পষ্ট নয়। আর সেটা স্পষ্ট নয় বলে তারা জনগণের সাড়া পাচ্ছে না।’ বৃহস্পতিবার দুপুরে গণভবনে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তিনি। বিস্তারিত পড়ুন...
১৯ বছর আগে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক লিমিটেডের বিপণন বিভাগে নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন মীর সাইফুল ইসলাম। চাকরিতে যোগদানের আগে নিয়ম মেনে সব শিক্ষাসনদ জমা দেন। পদোন্নতির জন্য তাঁর শিক্ষাসনদ যাচাইয়ের সিদ্ধান্ত হয়। এত বছর পর টেলিটক কর্তৃপক্ষ জানতে পারল, তাঁর স্নাতক সনদ ভুয়া। বিস্তারিত পড়ুন...
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ১৯৭৫ সালের পর দেশে অনুষ্ঠিত সব নির্বাচনের তুলনায় সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। জনগণের ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনা করছে আওয়ামী লীগ। বিস্তারিত পড়ুন...
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে সরব প্রায় অর্ধশত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরা গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ করছেন। এ প্রতিবাদের জেরে হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে গত মঙ্গলবার রাতে নিউইয়র্ক সিটির কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে গ্রেপ্তার করা হয় শতাধিক ব্যক্তিকে। স্নাতক সম্পন্ন করার অনুষ্ঠানের মাত্র কয়েক দিন আগে অনেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে বিক্ষোভকারীদের তাঁবুর অস্থায়ী শিবিরগুলো অপসারণে হিমশিম খাচ্ছে। কিন্তু গাজায় চলমান যুদ্ধ নিয়ে শিক্ষার্থীরা কেনই-বা এত প্রতিবাদমুখর? বিস্তারিত পড়ুন...
ঘটনাটি কিছুদিন আগের হলেও রেশ কাটছে না। শুরুটা হয় এভাবে, ২০২২ সালের বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পেতে আবেদন করেছিলেন চট্টগ্রামের হাটহাজারীর তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তথ্যাদি বিভিন্ন গণমাধ্যম থেকে নেওয়া। তিনি হাটহাজারী পৌরসভার রাস্তার পার্শ্বস্থ বেদখল জমি উদ্ধার করে সেখানে নিজ অর্থ ব্যয়ে ব্যাপক বনায়ন করেন। বনায়ন করেন বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের খালি জমিতে। বিস্তারিত পড়ুন...