নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষ। শুক্রবার বেলা ১১টায় এ কর্মসূচি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নেতৃত্ব দেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল লতিফ মাসুম। উপস্থিত ছিলেন চালিতাবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাহাউদ্দীন হাওলাদার, সিনিয়র সহসভাপতি মো. দেলোয়ার হোসেন, ঢাকার চালিতাবুনিয়া সমিতির সহসভাপতি রাজিব জুবায়ের ও বাদল ফরাজী এবং বিশিষ্ট শিল্পপতি রাকিবুল হাসান আলমাস।