শোক মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হয়ে মিছিলটি নিমতলীর মোড়ে শেষ হয়
শোক মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হয়ে মিছিলটি নিমতলীর মোড়ে শেষ হয়

মাইলস্টোন স্কুলে হতাহতের ঘটনায় মহিলা পরিষদের শোক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক মিছিল করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। পাশাপাশি আহত ব্যক্তিদের পর্যাপ্ত চিকিৎসাসহায়তা প্রদান, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছে মহিলা পরিষদ।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীতে এ মিছিলের আয়োজন করে মহিলা পরিষদ ঢাকা মহানগর। পরে তারা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

পরিষদের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক রেহানা ইউনুস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সকালে শোক মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হয়ে মিছিলটি নিমতলীর মোড়ে শেষ হয়। মিছিলে মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতা, সম্পাদকমণ্ডলীর সদস্য, ঢাকা মহানগর কমিটির নেতা ও পাড়া কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এই নেতারা মর্মান্তিক এ ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি শোক ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনাও প্রকাশ করেন।