বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধার অভিযানে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ঢাকা, ২১ জুন
বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধার অভিযানে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ঢাকা, ২১ জুন

উত্তরায় মাইলস্টোনের ভবনে উদ্ধার অভিযান শেষ করেছে ফায়ার সার্ভিস

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় উদ্ধার অভিযান শেষ করেছে ফায়ার সার্ভিস। সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিমানবাহিনীর বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ সরানো পর্যন্ত ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুর্ঘটনাস্থলে মোতায়েন ছিল। রাত সোয়া নয়টার দিকে তারা ঘটনাস্থল থেকে ফায়ার স্টেশনে ফিরে যায়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জনের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় ১১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে বাংলাদেশ মেডিকেলে ২৩ জন, শিনশিন জাপান হাসপাতালে ১১ জন, ক্রিসেন্ট হাসপাতালে ১৫ জন, লুবানা হাসপাতালে ২০ জন, ইস্টওয়েস্ট হাসপাতালে ১ জন, মুনসুর হাসপাতালে ৮ জন এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৩৮ জনকে ভর্তি করা হয়েছে।

অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে অংশ নিয়ে ফায়ার সার্ভিসের দুজন কর্মী আহত হয়েছেন। তাঁরা হলেন উত্তরা ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মো. সোহাগ মিয়া ও আসিফ আহম্মেদ। তাঁদের মধ্যে সোহাগকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এবং আসিফকে উত্তরার বাংলাদেশ মেডিকেলে ভর্তি করা হয়েছে। তাঁরা শঙ্কামুক্ত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ বেলা একটার পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় শতাধিক। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) হতাহতের এ সংখ্যা জানিয়েছে।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানিয়েছেন, আগামী তিন দিন প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে।