জাতীয় সঞ্চয় অধিদপ্তরের এনএসসি সিস্টেমে জালিয়াতি করে ২৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ের পাসওয়ার্ড ব্যবহার করে এই জালিয়াতি করা হয়েছে। গ্রাহকের অজান্তে সঞ্চয়পত্র ভেঙে টাকা অন্য অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিস্টেম পরিচালনাকারীর পাসওয়ার্ড ব্যবহার করে এই জালিয়াতি হয়েছে।