Thank you for trying Sticky AMP!!

এফবিসিসিআইয়ের লোগো

আয়কর রিটার্ন জমার সময় এক মাস বাড়ানোর অনুরোধ

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে বুধবার। তার এক দিন আগে আজ মঙ্গলবার দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে চিঠি দিয়েছে।

Also Read: ৩৭% টিআইএনধারী রিটার্ন জমা দিলেন

Also Read: টিআইএন থাকলেই আয়কর রিটার্ন দিতে হবে

এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, করোনার দীর্ঘমেয়াদি প্রভাব ও চলমান বিশ্ব অর্থনৈতিক সংকটময় পরিস্থিতি এবং বর্তমানে শিল্প উৎপাদন, ব্যবসা-বাণিজ্য ও সেবা খাত বিরাট চ্যালেঞ্জের মধ্য দিয়ে চলছে। আর্থিক খাতে বিরাজমান পরিস্থিতির কারণে সময়মতো রিটার্ন দাখিল করা অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না বিধায় এক মাস সময় বৃদ্ধি করা প্রয়োজন বলে এফবিসিসিআই মনে করে।

Also Read: অনলাইনে নিজে নিজেই জমা দিন আয়কর রিটার্ন

চিঠিতে এনবিআর চেয়ারম্যানকে সর্বোচ্চসংখ্যক করদাতা আয়কর রিটার্ন জমা দেওয়ার স্বার্থে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করার অনুরোধ করেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।