Thank you for trying Sticky AMP!!

এসএমই পণ্য মেলায় একচক্কর

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দশম জাতীয় এসএমই পণ্য মেলা চলছে। এতে ৩২৫টি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) অংশ নিয়েছে, যার মধ্যে ৬০ শতাংশই নারী উদ্যোক্তা। মেলায় এসব প্রতিষ্ঠান চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হস্ত ও কারুশিল্পসহ বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী প্রদর্শন করছে। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ২৪ নভেম্বর ১০ দিনব্যাপী এই মেলার উদ্বোধন হয়। আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিনই মেলায় এসএমই উদ্যোক্তাদের পণ্য কিনতে ভিড় করছে শত শত মানুষ। রোববার এসএমই পণ্য মেলার ছবিগুলো তুলেছেন আশরাফুল আলম

এসএমই পণ্য মেলায় ক্রেতা-দর্শনার্থীদের ভিড়।
পাটজাত পণ্য বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে।
দেশে তৈরি স্কচটেপ নিয়ে এসেছে একটি প্রতিষ্ঠান।
নানা স্বাদের দেশীয় আচার দেখছেন এক নারী দর্শনার্থী
শামুক–ঝিনুকের তৈরি গয়না পরে দেখছেন নারীরা
একটি স্টলে বাহারি শাড়ি দেখছেন এক নারী ক্রেতা।
মেলায় বিক্রির জন্য আনা দেশীয় মাদুর
জামদানি শাড়ি দেখছেন একজন নারী দর্শনার্থী
একটি স্টলে নারীদের পোশাক
চামড়াজাত পণ্য দেখছেন ক্রেতারা
রাঙামাটিতে তৈরি শাল বিক্রির জন্য এনেছে একটি প্রতিষ্ঠান
হস্ত ও কারুশিল্পের একটি স্টল