টিম গ্রুপের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন আফরোজা শাহীন
টিম গ্রুপের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন আফরোজা শাহীন

টিম গ্রুপের নতুন এমডি আফরোজা শাহীন

রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান টিম গ্রুপের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন আফরোজা শাহীন। তিনি এই গ্রুপের প্রতিষ্ঠাতা এমডি প্রয়াত আবদুল্লাহ হিল রাকিবের স্ত্রী।

আজ সোমবার টিম গ্রুপের পরিচালনা পর্ষদের সভায় আফরোজা শাহীনকে এমডি করা হয়। এ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে জানান গ্রুপের চেয়ারম্যান আবদুল্লাহ হিল নাকিব।

গত ৯ জুন কানাডায় নৌকা দুর্ঘটনায় মারা যান টিম গ্রুপের প্রতিষ্ঠাতা এমডি আবদুল্লাহ হিল রাকিব। একই দুর্ঘটনায় তাঁর বন্ধু বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন মো. সাইফুজ্জামান মারা যান।

প্রয়াত আবদুল্লাহ হিল রাকিব তিন দশক ধরে তৈরি পোশাকশিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বিজিএমইএর সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেন। সফল এই উদ্যোক্তা পড়ালেখা শেষে ছয় বছর দেশি-বিদেশি প্রতিষ্ঠানে চাকরি করেন। মুনাফার অংশীদারত্বে ১৯৯৯ সালে একটি বায়িং হাউস করেন তিনি। তারপর পোশাক কারখানা করেন আবদুল্লাহ হিল রাকিব। এ ক্ষেত্রে অন্য উদ্যোক্তাদের চেয়ে ভিন্ন পথে হেঁটেছেন তিনি। একে একে চারটি রুগ্‌ণ পোশাক কারখানা কিনে সেগুলোতে প্রাণ ফিরিয়েছেন। শুধু কি প্রাণ ফেরানো? বন্ধ কারখানাকে করেছেন লাভজনক। তৈরি করেছেন হাজার হাজার লোকের কর্মসংস্থান।

টিম গ্রুপের চেয়ারম্যান আবদুল্লাহ হিল নাকিব জানান, তৈরি পোশাক, ওষুধ, আবাসন ও তথ্যপ্রযুক্তি খাতে টিম গ্রুপের ১৩টি প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানগুলোতে কাজ করেন প্রায় ৩০ হাজার কর্মী।