দামি সোনা কিনছে কারা

বৈশ্বিক বাজারে সোনার দাম নিয়ে অস্থিরতা চলছেই। দেশেও তার আঁচ লেগেছে, ভরি দুই লাখ টাকা ছাড়িয়ে গেছে। সামনের দিনে দাম আর কত বাড়বে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। শিগগিরই সোনার দাম কমার লক্ষণ কম। এ অবস্থায় সাধারণ মানুষের মনে প্রশ্ন, আকাশচুম্বী দামে সোনা কিনছে কারা? সোনার দাম বাড়তে থাকায় অলংকারে এটির ব্যবহার কিছুটা কমছে। অন্যদিকে সোনায় বিনিয়োগকারীদের লগ্নি বাড়ছে।