ভেনেজুয়েলার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমোদনের অপেক্ষায় ভারত

ভূরাজনৈতিক অস্থিরতায় ভারত নতুন জ্বালানি উৎস খুঁজছে। রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ট্রাম্পের হুমকির মুখে, রিলায়েন্স যুক্তরাষ্ট্রের অনুমোদন নিয়ে ভেনেজুয়েলার তেল কিনতে চাইছে। মার্কিন প্রশাসন এই বিকল্প দিলেও নিয়ন্ত্রণ তাদের হাতে। একসময় ভেনেজুয়েলা ভারতের অন্যতম তেল সরবরাহকারী থাকলেও, মার্কিন নিষেধাজ্ঞায় তা বন্ধ হয়। রিলায়েন্স এখন মার্কিন পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য আলোচনা করছে।