বাংলাদেশ তাঁত বোর্ডের রাজস্ব খাতভুক্ত একটি ফ্যাশন ডিজাইন ট্রেনিং ইনস্টিটিউট ও তিনটি ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ উপকেন্দ্রের ৫ ক্যাটাগরির ২৫টি অস্থায়ী শূন্য পদের মৌখিক পরীক্ষা আগামী রোববার থেকে শুরু হবে।
বাংলাদেশ তাঁত বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পদগুলো হলো হিসাব সহকারী (গ্রেড-১৩), টেকনিশিয়ান (গ্রেড-১৪), মাস্টার ডায়ার (গ্রেড-১৫), দক্ষ তাঁতি (গ্রেড-১৬) এবং ক্রাফটসম্যান (গ্রেড-১৬)।
রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ তাঁত বোর্ডের প্রধান কার্যালয়ে পরীক্ষা নেওয়া হবে। আগামী ৪ আগস্ট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষার দিন প্রার্থীদের প্রবেশপত্র, আবেদনপত্রে উল্লেখিত প্রয়োজনীয় সনদপত্র, অন্য কাগজপত্রের মূলকপি ও এক সেট ফটোকপিসহ কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
২২ জুলাই এসব পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। প্রার্থীদের রোল নম্বর বাংলাদেশ তাঁত বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।